চলতি বছরের হজ মৌসুম উপলক্ষে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ইতিহাসের অন্যতম বৃহৎ ও বিস্তৃত কর্মপরিকল্পনা চালু করেছে। শনিবার (১০ মে) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হজ ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি এ পরিকল্পনা উন্মোচন করেছে। এ বছর ১২০টি পৃথক উদ্যোগ এবং ১০টি স্মার্ট ট্র্যাকের মাধ্যমে হজযাত্রীদের জন্য একটি উন্নত ও ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া হজযাত্রীদের ধর্মীয় জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে ৫০টি বৈজ্ঞানিক ও বৌদ্ধিক কর্মসূচি। একই সঙ্গে আগত হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ২,০০০ এরও বেশি প্রশিক্ষিত সৌদি কর্মী।
পরিকল্পনায় আরও বলা হয়, হজের শান্তিপূর্ণ ও মধ্যপন্থী বার্তা বহুজাতিক ভাষায় পৌঁছে দিতে সাতটি বিশেষায়িত ট্র্যাককে উন্নত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম বিষয়ক সভাপতি শেখ ড. আব্দুল রহমান আল সুদাইস বলেন,দুই পবিত্র মসজিদের দর্শনার্থীদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে সৌদি আরব তার সব সম্পদ একত্রিত করেছে।
তিনি আরও জানান,চলতি ১৪৪৬ হিজরি হজ মৌসুমে ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে তুলবে। পাশাপাশি এটি বিভিন্ন ভাষায় বিশ্বের মুসলিমদের সঙ্গে সহজতর যোগাযোগ নিশ্চিত করবে।
এসকে//