আন্তর্জাতিক

চতুর্থ দফায় আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান

আন্তর্জাতিক ডেস্ক

পরমাণু ইস্যুতে চতুর্থ দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। রোববার (১১ মে) ওমানে এই আলোচনা অনুষ্ঠিত হবে। খবর রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গেল শুক্রবার (০৯ মে) এই তথ্য জানিয়েছে। দুই দেশের মধ্যে নতুন পারমাণবিক আলোচনায় অগ্রগতি রয়েছে বলেও জানান তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে আব্বাস আরাগচি বলেন, ‘আলোচনা এগিয়ে চলছে। আমরা যত এগোচ্ছি, তত বেশি পরামর্শ ও পর্যালোচনার প্রয়োজন হচ্ছে।’

জানা যায়, রোববার (১১ মে) ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও অংশ নিতে পারেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্রাইটবার্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ উইটকফ সম্প্রতি বলেছেন, ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চান না। যুক্তরাষ্ট্র ‘তাদের এই কথা আস্থায়’ নেবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে বিশ্বের ছয় পরাশক্তির সঙ্গে পারমাণবিক চুক্তি করেছিল ইরান। ইরানের পারমাণবিক কার্যক্রম নজরদারি করার জন্য এই চুক্তি করা হয়, যাতে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। চুক্তি করার বিনিময়ে ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছিল পশ্চিমা দেশগুলো। তবে ২০১৮ সালে ট্রাম্প ক্ষমতায় এসে এই চুক্তি থেকে একতরফা বের হয়ে যান। ফলে চুক্তিটি বাতিল হয়ে যায়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পরামণু #ইরান #যুক্তরাষ্ট্র