দেশজুড়ে

বীজ আলুর দাম কমানোর প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক চুক্তিভিত্তিক চাষিদের বীজ আলুর দাম কমানোর প্রতিবাদে পঞ্চগড় জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে পঞ্চগড় জোনের ৩১ জন বীজ আলু চাষী অংশগ্রহণ করেন।

সোমবার (১২ মে) দুপুরে পঞ্চগড়ের চৌরঙ্গী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

চাষিদের জানান, গত বছরের তুলনায় বিএডিসি এবার বীজ আলুর দাম কমিয়ে দিয়েছে, যার কারণে তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। গত ২০২৩-২৪ অর্থবছরে বিএডিসি ৪৮-৫৪ টাকা দরে বীজ আলু বিক্রি করলেও এবার দাম কমিয়ে ২৬-২৮ টাকা করা হয়েছে, যা উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত কম।

মানববন্ধনে অংশগ্রহণকারী চাষী আব্দুল মতিন, মাসুদ সরকার ও সাজ্জাদ হোসেনসহ অন্যরা বলেন, তারা প্রতি বছর বিএডিসির সাথে চুক্তি করে বীজ আলু উৎপাদন করেন।  গত বছর ৩৫-৩৭ টাকা কেজি দরে আলু বিক্রি করতে বাধ্য হয়েছিলেন, অথচ বাইরে আলুর দাম ছিলো ৭০-৮০ টাকা।  তবে তারা চুক্তির শর্ত মেনে বিএডিসির চাহিদামত বীজ সরবরাহ করেছেন, ফলে বিএডিসি ব্যাপক লাভবান হয়েছে।  কিন্তু এবার বিএডিসি বীজ আলুর দাম কমিয়ে দিয়ে আমাদের জন্য এক ধরনের দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে।

চাষিরা আরও জানান, বীজ আলুর উৎপাদন খরচ বেড়ে গেছে।  সার, কীটনাশক, শ্রমিক মজুরি এবং জমির লিজের দাম বেড়েছে, ফলে উৎপাদন খরচ ৩০-৩৫ টাকা কেজি দাঁড়িয়েছে।  এমন পরিস্থিতিতে, বিএডিসি কর্তৃক ২৬-২৮ টাকা দরে দাম নির্ধারণ করা অত্যন্ত অযৌক্তিক।

চাষিরা বিএডিসি কর্তৃপক্ষের কাছে তাদের দাবির জন্য বারবার আবেদন করলেও তারা কোনও সাড়া দেয়নি। 

হুঁশিয়ারি দিয়ে তারা বলেন,  বিএডিসি যদি তাদের দাবি না মানেন, তাহলে আগামীতে বীজ আলু উৎপাদন বন্ধ করে দেবেন।   এই পরিস্থিতিতে তারা আর চুক্তি করতে পারবেন না বলেও জানান।

বক্তারা আরও জানান, বিএডিসি কর্তৃপক্ষ কোনও পরামর্শ বা আলোচনা ছাড়াই নিজেদের মতামত অনুযায়ী দাম নির্ধারণ করেছে, যা কৃষকদের প্রতি অবিচার।  এবার দাম কমানোর পর, চাষিরা বিভিন্নভাবে তাদের ক্ষতির কথা জানাতে চেষ্টা করেছেন, কিন্তু কর্তৃপক্ষ কোন সাড়া দেয়নি।

প্রসঙ্গত, পঞ্চগড় জোনের চুক্তিবদ্ধ চাষী সংখ্যা ৩০ জন। যারা মোট ৩০০ একরের বেশি জমিতে বীজ আলু চাষ করছেন।  তাদের জন্য এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা তাদের ভবিষ্যৎ চাষাবাদের উপর গভীর প্রভাব ফেলতে পারে।

এসকে//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মানববন্ধন #আলু #বিএডিসি