আন্তর্জাতিক

আমরা একে অপরকে খুব পছন্দ করি, যুবরাজ সালমানকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

তিন দিনের মধ্যপ্রাচ্য সফরে মঙ্গলবার সৌদি আরব গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াদে পৌঁছানোর পর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের একটি প্রাথমিক বৈঠক হয়েছে। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

প্রাথমিক বৈঠক যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘ আমরা একে অপরকে অনেকদিন ধরে চিনি। আমি বিশ্বাস করি, আমরা একে অপরকে খুব পছন্দ করি।  

এসময় সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্র অনেক বিনিয়োগ পেয়েছে, এমনটি জানিয়ে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ ভবিষ্যতে সৌদি আরবের যেকোন প্রয়োজনে পাশে থাকবে।

এ সফরে ট্রাম্প সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে যোগ দেবেন ট্রাম্প। পাশপাশি স্বাক্ষরিত হবে প্রতিরক্ষা, জ্বালানি ও অর্থনৈতিক চুক্তি।

এরপর বুধবার ডোনাল্ড ট্রাম্প কাতারে যাবেন। পরদিন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। 

 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন যুবরাজ সালমান | ডোনাল্ড ট্রাম্প