রাজনীতি

সবাইকে ঐক্যবদ্ধ থাকার ডাক সারজিসের

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, খুনি সন্ত্রাসী লীগ নিষিদ্ধের মতো একটা ঐতিহাসিক ঘটনার পরে আমাদের সিসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

মঙ্গলবার (১৩ মে) রাতে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক ফেসবুক পোস্টে সারজিস এ কথা বলেন।

সারজিস বলেন, আমাদের বিভেদ কেবল গণ''ত্যাকারীদেরকে শক্তিশালীই করবে না বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে!

আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের ছিলাম বলেই ছুপা আওয়ামী প্রেমীরা বাঁধা দেওয়ার সাহস করতে পারেনি। কিন্তু তাদের গোপন চেষ্টা অবশ্যই অব্যাহত আছে। আমাদের দাবির আংশিক বাস্তবায়ন হয়েছে। পূর্ণ বাস্তবায়নের পূর্ব পর্যন্ত যেকোন বিভেদ আমাদের দাবি বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়াবে।

তাই জাতির এই জরুরি ঐক্যের মুহুর্তে জুলাইয়ের মহান ঐক্য যেন কোনো ইকুয়েশনেই আমরা বিনষ্ট না করি। অস্তিত্বের এই লড়াইয়ের চেয়ে অন্য কোন কিছুর প্রায়োরিটি যেন কখনোই বেশি না হয়। অন্যথায়, ইতিহাস ও জনতার আদালতে দোষী হিসেবে সেই নামগুলো আজীবন লেখা থাকবে

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সারজিস