বিনোদন

বিশ্রামে ছোট পর্দার অভিনেত্রী তটিনী

বিনোদন ডেস্ক

ঈদের বিশেষ নাটকের শুটিং চলাকালে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।  গেলো রোববার (১১ মে) চট্টগ্রামের একটি শুটিং সেটে লাইট স্ট্যান্ড পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে। 

চিকিৎসকরা জানিয়েছেন, তটিনীর মাথায় আঘাত লাগায় তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।  ফলে শুটিং অসমাপ্ত রেখেই সোমবার (১২ মে) সকালে একটি ফ্লাইটে ঢাকায় ফিরে আসেন তিনি।

অভিনেত্রী তটিনী গণমাধ্যমকে বলেন, এখন কিছুটা ভালো আছি।  তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই দুর্বল লাগছে।  তিনি আরও বলেন, নাটকে তার কিছু অংশের শুটিং শেষ না হওয়ায় নির্মাণকাজ আপাতত স্থগিত রয়েছে।

ঘটনাস্থলে থাকা ইউনিটের সদস্যদের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে ‘মন মঞ্জিলে’ নামের একটি বাংলোতে শুটিং চলছিল । নাটকটিতে তটিনীর সঙ্গে অভিনয় করছিলেন তৌসিফ মাহবুব।  হঠাৎ অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইট স্ট্যান্ড পড়ে যায় তটিনীর মাথার ওপর,ফলে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

নাটকটির পরিচালক হাসিব হোসাইন রাখি বলেছেন, তটিনীর অংশের শুটিং আবার কবে শুরু হবে, সেটা এখনই বলা যাচ্ছে না।  আমরা তার সুস্থতা কামনা করছি এবং পরিস্থিতি অনুযায়ী তার শিডিউল পুনর্নির্ধারণ করা হবে। 

এসকে//