রোমান্টিক গল্পের পর্দায় বারবার আলোচনায় এসেছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এবার তিনি হাজির হলেন নতুন একটি প্রেমের গল্পে। নাটকের নাম ‘প্রিয় প্রিয়সিনী’। যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
সম্প্রতি নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
নতুন নাটক ‘প্রিয় প্রিয়সিনী’ প্রসঙ্গে নির্মাতা মাহমুদ মাহিন গণমাধ্যমকে বলেন, এই জুটির প্রতি দর্শকের আলাদা আগ্রহ রয়েছে। তাই এবার তাদের একটি ভিন্ন ধরনের প্রেমের গল্পে উপস্থাপন করা হয়েছে। আমরা চেষ্টা করেছি আগের কাজগুলো থেকে ব্যতিক্রম কিছুটা উপহার দিতে।
এই নাটকে নতুন গল্প থাকলেও তটিনী-জোভান জুটি দর্শকদের কাছে পুরনো নয়। তারা এর আগেও একাধিক জনপ্রিয় নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। তাদের কাজের তালিকায় রয়েছে ‘রেশমি চুড়ি’, ‘বলতে চাই’, ‘সুহাসিনী’, ‘রঙ রাধিয়া’, ‘মন পিঞ্জিরা’, ‘সর্বস্ব বাজি’, ‘ভবঘুরে ভালোবাসা’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘চলতে চলতে’, ‘বিয়ের গণ্ডগোল’। একের পর এক নাটকে তাদের রসায়ন দর্শকদের মধ্যে জায়গা করে নিয়েছে।
অভিনেত্রী তটিনী বলেন, প্রেমের গল্পে কাজ করতে সবসময়ই ভালো লাগে। তবে ‘প্রিয় প্রিয়সিনী’ তে কাজ করার অন্যতম কারণ এর ভিন্নধর্মী উপস্থাপন। আমরা যে ভালোবাসার গল্পগুলোতে কাজ করেছি তার তুলনায় এই গল্পে কিছু নতুন ছোঁয়া আছে যা দর্শকের মনে দাগ কাটবে বলেই আমার বিশ্বাস।
এসকে//