ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহার অভিনীত একক নাটক ‘আশিকি’ মুক্তির পরপরই দর্শক মহলে আলোচনার ঝড় উঠেছে। পবিত্র ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হওয়ার পর গেল রোববার ( ০৮ জুন) এটি সিএমভির ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।
আর এর মধ্যেই মাত্র এক দিনেই ৬৩ লাখেরও বেশি ভিউ পেয়ে নাটকটি নতুন রেকর্ড গড়েছে।
ইউটিউব ভিডিওটির মন্তব্যের সংখ্যা প্রায় ৯ হাজারে পৌঁছেছে, যার মধ্যে বেশিরভাগই ইতিবাচক মন্তব্য ছিল।
নাটকটি মুক্তির আগে কিছু দর্শক নানা কারণে ট্রল করলেও মুক্তির পর তাদের মতামত সম্পূর্ণ বদলে গেছে। ‘আমার মজমাখানা’ নামের একটি ইউটিউব অ্যাকাউন্টে মন্তব্য এসেছে। অনেকে আগেই ট্রল করেছিলেন। কিন্তু নাটকটির প্লট অনুসারে এমন অভিনয়ই প্রয়োজন ছিল। নাটকটি সিনেমার মতোই অনুভূতি দিয়েছে।
গল্পের পাশাপাশি কস্টিউম, মেকআপ এবং মিউজিকও অতুলনীয় ছিল। নাটকটিতে নীহা অসাধারণ অভিনয় করেছে। যেখানে তাকে দেখার মজা এক আলাদা ব্যাপার ছিল।
সুমন নামে এক দর্শক লিখেছেন, এটা কোনও সাধারণ নাটক নয়, এটি যেন একটি সিনেমার মতো। এত টুইস্ট ও সাসপেন্স আগে কোনও নাটকে দেখিনি।
আরেক দর্শক জিল্লুর রহমান বলেন, এটি সিনেমার মানের একটি নাটক। আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি এরকম আরও নাটক তৈরি হবে।
উল্লেখ্য, ‘আশিকি’ বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ের নাও ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে, যা নাটকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে।
এই তালিকার শীর্ষ দশে ‘আশিকি’ ছাড়া আর কোনও নাটক নেই।
এসকে//