আন্তর্জাতিক

ট্রাম্পকে নিয়ে বিরুপ মন্তব্য, দুঃখ প্রকাশ মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিরুপ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন টেক বিলিয়নার ইলন মাস্ক। বুধবার (১১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

এক্সে ইলন মাস্ক বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া আমার কিছু পোস্টের জন্য অনুতপ্ত। এসব খুব বেশি হয়ে গিয়েছিলো।

গেলো মাসে ট্রাম্পের কর ও ব্যয় বিলের সমালোচনার পর ট্রাম্প ও মাস্কের মধ্যে সম্পর্কে ফাটল দেখা দেয়। এরপর প্রয়াত ধনকুবের ও যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট নথিতে ট্রাম্পের নাম রয়েছে, এমন দাবি করেন মাস্ক। আর এসব অভিযোগের কয়েকদিন পরেই দুঃখ প্রকাশ করলেন ধনকুবের ইলন মাস্ক। 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইলন মাস্ক #ট্রাম্প