বাংলাদেশের বিপক্ষে আগামী জুনের ১৭ তারিখ প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন অ্যাঞ্জেলো ম্যাথুস। লাল বলের ক্রিকেট থেকে সরে গেলেও, সাদা বলের ক্রিকেট খেলার জন্য ‘অ্যাভেইলেবল’ থাকবেন তিনি।
শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় শ্রীলঙ্কান অলরাউন্ডার ম্যাথুস এসব কথা বলেন।
ম্যাথুস লিখেছেন, ‘গত ১৭ বছর শ্রীলঙ্কার হয়ে খেলা আমার জন্য সর্বোচ্চ সম্মানের বিষয় ছিল।‘
তিনি লিখেছেন, ‘আমি ক্রিকেটকে সবকিছুই দিয়েছি এবং ক্রিকেট আমাকে সবকিছু ফেরত দিয়েছে- এবং আজ আমি যা, তা বানিয়েছে। আমি যখন টেস্ট ফরম্যাটকে বিদায় জানাচ্ছি, তখন নির্বাচকদের সঙ্গে আলোচনার পর এটুকু বলছি যে, আমি সাদা বলের ফরম্যাটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) আমার দেশের প্রয়োজন হলে আমি থাকব।‘
শ্রীলঙ্কার হয়ে প্রায় ১ বছর হয়ে গেছে সাদা বলের ক্রিকেট খেলছেন না ম্যাথুস। মোট ১১৯ টি টেস্ট খেলা ম্যাথুসের এই সংস্করণে অভিষেক হয় ২০০৯ সালে। লঙ্কানদের হয়ে ৩৪ টি টেস্টে অধিনায়কত্ব করেছেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে তৃতীয় সর্বোচ্চ টেস্ট রান ম্যাথুসের, ৮ হাজার ১৬৭। প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। টেস্টে ম্যাথুসের গড় রান ৪৪.৬২, সেঞ্চুরির সংখ্যা ১৬ টি। বল হাতে শিকার করেছেন ৩৩ টি উইকেট।
এমএইচ//