আবহাওয়া

ঝড়ো হাওয়ায় কাঁপতে পারে তিন অঞ্চল, জারি ২ নম্বর সংকেত

বায়ান্ন প্রতিবেদন

রোদেলা দিনে যেন অদৃশ্য সুরে বেজে চলেছে এক অশ্রুত পূর্বাভাস। বাতাসে লুকিয়ে আছে ঝড়ের সংকেত। আকাশ যদিও শান্ত, তবু প্রকৃতি জানে—একটু পরেই বাজবে বজ্র, উড়বে ধুলোর ঝাঁপি।

দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ মে)  দুপুরের মধ্যেই ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- ওই তিন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এছাড়া গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার কিছু কিছু স্থানে একই সময়ের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা হাওয়া এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বজ্রপাত চলাকালে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। বজ্রের শেষ শব্দ শোনার পর কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করতে বলা হয়েছে নাগরিকদের।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝড় #আবহাওয়া