কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে মাদকের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বিষয়টি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ওয়াসিফুল ইসলাম সাদিফ, লোকপ্রশাসন বিভাগের একই বর্ষের আরিফ আশহাফ, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শাকিল খান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, বুধবার (৭ মে) বিজয়-২৪ হলে অভিযান চালিয়ে তিনটি কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া গেলো ২৩ এপ্রিল রাত ১টার দিকে মাদক সেবন করে হলের নিচতলায় এবং ১০৬ নম্বর রুমে লাথি মারাসহ অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে অস্বাভাবিক আচরণ করার অভিযোগে চৌধুরী রাফসান সামিকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দিন। কমিটির সদস্য সচিবের বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাছান খান। অন্যান্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর নাহিদা বেগম এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রভোস্ট ড. সুমাইয়া আফরিন সানি।
এসকে//