ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করে রাজ্যটির বিভিন্ন স্থানকে আবারও নতুন নামে অভিহিত করার উদ্যোগ নিয়েছে চীন। বুধবার (১৪ মে) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
মুখপাত্র লিন জিয়ান দাবি করে বলেছেন, ‘জাংনান বা অরুণাচল চীনের এলাকা। চীনের সরকার এই অঞ্চলের কিছু স্থানের নাম সংশোধন করেছে। এটি চীনের সার্বভৌম অধিকারভুক্ত বিষয়।’
এর আগে, ২০২৫ সালের মার্চে ৩০টি, ২০২৩ সালের এপ্রিলে ১১টি অঞ্চলের নাম প্রকাশ করেছিল চীন।
এদিকে, চীনের এই নাম পরিবর্তনের উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, চীন অরুণাচল প্রদেশের স্থানের নাম পরিবর্তন করে এক অর্থহীন ও হাস্যকর চেষ্টা করছে। বেইজিংয়ের এমন উদ্যোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছ নয়া দিল্লি। তিনি বলেন, নাম বদলালেই বাস্তবতা বদলায় না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে।
এমএ//