রাজধানীর ওয়ারী থানার টিকাটুলি ব্রিজের নিচে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ আলী (১৮)। তিনি আঞ্জুমান রিদওয়ান রহমান টেকনিক্যাল ইন্সটিটিউটের ছাত্র। আহতের বাড়ি খুলনা জেলার খালিশপুর থানা এলাকায়। তিনি পশ্চিম ধোলাইপাড় হাই স্কুলের পাশে থাকেন। তিনি ওই এলাকার কামরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তখন তিনি এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। বিষয়টি ওয়ারী থানার পরিদর্শক (এসআই) মিঠু আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আহত মোহাম্মদ আলী জানান, আজ তার ব্যাবহারিক পরীক্ষা ছিল এবং পরীক্ষা শেষে তিনি বাসায় ফিরে যাচ্ছিলেন। টিকাটুলি ব্রিজের নিচে যাওয়ার পথে হঠাৎ অজ্ঞাত ১৪ থেকে ১৫ জন যুবক তাকে মারধর করে এবং পেটের বাম পাশে ছুরি ঢুকিয়ে দেয়।
এসআই মিঠু আহমেদ জানান, তিনি ঘটনাস্থলের কাছে ডিউটি করছিলেন। হঠাৎ এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার ঘটনা শুনে তিনি আহতকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢামেকে নিয়ে আসেন।
তিনি আরও বলেন, এখন আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসকে//