গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা যাতে না ফিরতে পারে সেলক্ষ্যে আরো বেশি করে বাড়িঘর ধ্বংস করা হচ্ছে। ইসরাইলি পার্লামেন্ট নেসেটে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে একথা বলেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
গেল রোববার অনুষ্ঠিত ওই বৈঠকের কথোপকথনের কিছু অংশ ইসরাইলি সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে। বৈঠকে নেতানিয়াহু বলেন,‘ বাড়ি-ঘর ধ্বংস করলে গাজাবাসী উপত্যকা ছেড়ে চলে যাবে। তাদেরকে গ্রহণ করতে রাজি হওয়া দেশ খুঁজে বের করাই মূল সমস্যা।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দখলদার বাহিনীর বিমান হামলায় গেল ২৪ ঘণ্টায় আরও ৮৪ নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একশরও বেশী মানুষ।
সবশেষ হিসাব অনুযায়ী উপত্যকাটিতে ৫২ হাজার ৯০০ জনের বেশী মানুষ মারা গেল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজার বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছেন ৯০ শতাংশেরও বেশি মানুষ।