দেশজুড়ে

শিক্ষার্থীকে মারধরের দায়ে শিক্ষক আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে পড়া মুখস্ত বলতে না পারায়  মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযকুত শিক্ষক আবু জাফরকে আটক করা হয়েছে।  ওই শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৪ টায় বারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বারবাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) জাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা যায় , আজ ভোরে মাদ্রাসা শিক্ষক আবু জাফর হেফজ বিভাগের শিক্ষার্থী আবু শামস নাইমকে পাঠ্য বইয়ের পড়া মুখস্ত বলতে বলেন । সে সময় শিক্ষার্থী পড়া মুখস্ত বলতে না পারায় তাকে বেত্রাঘাত করেন ওই শিক্ষক । ঘটনার পর আহত শিক্ষার্থীর পিতা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে ভর্তি করান ।  পরে পুলিশ শিক্ষক আবু জাফরকে আটক করে কালীগঞ্জ থানায় প্রেরন করেছেন ।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন , ঘটনা জানার পর হাসপাতালে গিয়েছিলাম , এটা দুঃখজনক । ভূক্তভোগী পরিবার মামলা করতে চাইলে সম্পূর্ণ সহযোগীতা করা হবে ।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝিনাইদহ