টানা ৫ দিনের যুদ্ধাবস্থা শেষে যুদ্ধবিরতিতে পাক-ভারত উত্তেজনা শান্ত হয়েছিল। দুই পক্ষের সামরিক কর্মকর্তাদের মধ্যে ফোনালাপও হয়। দুই প্রতিবেশী একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আলোচনা করে।
কিন্তু সিন্ধু পানি চুক্তির বিষয়ে সমাধান না হওয়ায় ফের বাড়ছে পাক-ভারত উত্তেজনা। বিষয়টি নিয়ে ভারতে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ইসলামাবাদ।
সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার ভারতের সিদ্ধান্তকে ‘অবৈধ ও ভিত্তিহীন’ বলে ভারতকে এ চিঠি পাঠিয়েছে পাকিস্তান।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়কে লেখা পাকিস্তান সরকারের ওই চিঠিতে বলা হয়, ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি অনুযায়ী একতরফাভাবে চুক্তি স্থগিত করার সুযোগ নেই।
এদিকে, বিশ্বব্যাংকও জানিয়েছে, ভারত সিন্ধু পানি চুক্তি একতরফা স্থগিত করেছে, যা ঠিক নয়। বিশ্বব্যাংকের সভাপতি অজয় বঙ্গ জানান, পাকিস্তান-ভারত সিন্ধু জল চুক্তি একতরফাভাবে স্থগিত বা পরিবর্তন করা যাবে না। সিন্ধু চুক্তিতে যেকোনো পরিবর্তনের জন্য উভয়েরই পারস্পরিক সম্মতি প্রয়োজন।
উল্লেখ্য, গেল ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। এ নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে।
এর মাঝে ভারত পাকিস্তানে অপারেশন সিন্দুর পরিচালনা করে। জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান উন মারসুস’ শুরু করে।
সবশেষ ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে চিরবৈরি দুই প্রতিবেশী