পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। শুক্রবার (১৬ মে) থেকে টিকিট সংগ্রহ করতে পারছেন। প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই টিকিট বিক্রির কার্যক্রম।
বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীরা ২৯ মে থেকে ঈদের আগের দিনে টিকিট সরাসরি বাস কাউন্টার বা অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধু অনলাইন প্ল্যাটফর্মেই টিকিট বিক্রি করবে।
সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, টিকিট বিক্রির সময় ভাড়া সংক্রান্ত নিয়ম মেনে চলার জন্য সব পরিবহন কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিআরটিএ যে ভাড়া নির্ধারণ করেছে, তার বাইরে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।
তিনি জানান, গেল ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার এসি বাসের ভাড়াকে যুক্তিসংগত রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, পরিবহন কোম্পানিগুলোকেই সেবার মান বিবেচনায় ভাড়া ঠিক করতে হয়।
তবে এবারে তা যেন যাত্রীদের কাছে গ্রহণযোগ্য থাকে, সেই দিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাকেশ।
এমএ//