খেলাধুলা

বার্সেলোনার ঝুলিতে ২৮তম লিগ শিরোপা

স্পোর্টস ডেস্ক

এস্পানিওলকে তাদের মাঠে হারাতে পারলেই চ্যাম্পিয়ন বার্সেলোনা! এমন এক সহজ হিসাব-নিকাশ নিয়ে নেমেছিল বার্সা। বৃহস্পতিবার (১৫ মে) রাতে আরসিডি স্টেডিয়ামে এস্পানিওলে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ক্লাবটি। এটি তাদের ২৮তম লা লিগা শিরোপা।

প্রথমার্ধে বার্সা ও এস্পানিওল দুই ক্লাবই সুযোগ পেয়েছে। কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। বিরতির পর অবশ্য বার্সা নিজেদের কাজটা ঠিকঠাকভাবেই করে নিয়েছে। ম্যাচের ৫৩তম মিনিটে ডান প্রান্ত দিয়ে লামিনে ইয়ামালের বাঁ পায়ের বাঁকানো শট থেকে গোল পায় বার্সেলোনা।

বার্সা তাদের পরের গোলটি পায় যোগ করা সময়ের ৫ মিনিটে। ইয়ামালের পাস ধরে বক্সের ভেতর থেকে শট নেন ফারমিন লোপেজ। যার সরাসরি জালে গিয়ে পৌঁছে।

হান্সি ফ্লিকের দল ৩৬ ম্যাচ খেলে ৮৫ পয়েন্ট সংগ্রহ করেছে। সমান ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্টি ৭৮। তারা আছে টেবিলের দ্বিতীয় স্থানে। এই দুই দলই আর ২ টি করে ম্যাচ খেলবে।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বার্সেলোনা #এস্পানিওল