ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্ত এলাকাজুড়ে বৃহস্পতিবার (১৫ মে) রাত থেকে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় নাগরিকদের ‘পুশ-ইন’ চেষ্টার আশঙ্কায় এই সতর্কতা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের আগরতলা বিমানবন্দরের পাশে প্রায় দেড়শ জনের একটি দল জড়ো হয়েছিল। বিষয়টি গোপন গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে টহল বাড়ানো হয়। এসময় স্বাভাবিকের তুলনায় তিনগুণ বেশি সতর্কতার সঙ্গে রাতভর পাহারা দেওয়া হয়।
বাড়তি টহলের কারণে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও স্পষ্ট করতে স্থানীয় কয়েকটি মসজিদ থেকে মাইকিং করে সবাইকে সতর্ক থাকতে বলা হয়। এতে গ্রামবাসীরা সতর্ক অবস্থান নেয়। রাত আনুমানিক ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক আরও বাড়ে।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বর্তমান পরিস্থিতিতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। তিনি জানান, সম্ভাব্য পুশ-ইনের আগাম তথ্য পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখনও কোনো অনুপ্রবেশ ঘটেনি।
বিজিবির নজরদারিতে সীমান্তে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এমএ//