ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজকে রিও ডি জেনিরোর একটি আদালত তার পদ থেকে সরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) তাকে অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বোর্ড সদস্যদেরও সরিয়ে দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ফার্নান্দো সারনিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিবিএফের সহসভাপতির দায়িত্বে ছিলেন সারনি। তিনি মূলত সভাপতি এদনালদো রদ্রিগেজকে সরানোর জন্য চিঠি দেন।
মূলত সিবিএফের সাবেক সভাপতি আন্তোনিও কার্লোস নুনেস দে লিমার সই জাল করার অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটলো। চলতি বছরের শুরুতে নুনেস দে লিমা ও রদ্রিগেজ একটি চুক্তি করেন। যে চুক্তির ফলাফল রদ্রিগেজকে ২০৩০ সাল পর্যন্ত সিবিএফ প্রধান করার সুযোগ তৈরি করে।
বিচারক বলেন, ‘আমি ঘোষণা করছি যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে স্বাক্ষরিত এবং উচ্চ আদালতের অনুমোদিত পূর্বের চুক্তিটি বাতিল ও অকার্যকর বলে বিবেচিত হবে। কারণ, আন্তোনিও কার্লোস নুনেস দে লিমার মানসিক অক্ষমতা এবং তার স্বাক্ষরে জালিয়াতির সম্ভাবনা বিদ্যমান। এর যৌক্তিক পরিণতি হলো—বর্তমান সিবিএফ প্রশাসনের বৈধতা স্বীকৃতি দেওয়া যাবে না। সংগঠনটি নেতৃত্বশূন্য থাকতে পারে না, তাই আইনানুগ ও বৈধ নির্বাচন এখন অপরিহার্য।‘
এমএইচ//