ফুটবল

অবশেষে স্থায়ী কোচ পাচ্ছে ব্রাজিল

অবশেষে স্থায়ী কোচ পাচ্ছে ব্রাজিল
কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর পদত্যাগ করেন তিতে। এরপর থেকে স্থায়ী ভাবে কোচ নিয়োগ দিতে পারেনি ব্রাজিল। তার বড় কারণ ছিলো কার্লো আনচেলত্তি। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা এই ইতালিয়ান কোচের আশায় থাকলেও আনচেলত্তি মাদ্রিদের সাথেই ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেন। অবশেষে আনচেলত্তিকে না পেয়ে দীর্ঘ ২২ বছর ব্রাজিলের ঘরোয়া লিগের কোচিং করানো দরিভাল জুনিয়রকে নিয়োগ দিচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ। বার্তা সংস্থা রয়টার্স আগেই জানিয়েছিল সিবিএফের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন দরিভাল। এছাড়াও ব্রাজিলের গণমাধ্যম ‘ও গ্লোবো’ এবং ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছে, দরিভালই নেইমার-ভিনিসিয়ুসদের নতুন কোচ হতে চলেছেন। ধারণা করা হচ্ছে, বুধবার (১০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে কোচের নাম প্রকাশ করবে সিবিএফ। বর্তমানে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচের দায়িত্বে থাকলেও ক্লাবের সঙ্গে সমঝোতার ভিত্তিতে দায়িত্ব ছেড়ে নেইমারদের দায়িত্ব নেবেন দরিভাল। আন্তর্জাতিক ফুটবলে এই কোচ তেমন পরিচিত না হলেও ব্রাজিলের ঘরোয়া ফুটবলের তার রয়েছে সমৃদ্ধ কোচিং ক্যারিয়ার।  

এ সম্পর্কিত আরও পড়ুন অবশেষে | স্থায়ী | কোচ | পাচ্ছে | ব্রাজিল