ক্রিকেট

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ক্লাসেনের

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ক্লাসেনের
মাত্র ৪ ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন। তবে প্রোটিয়াদের হয়ে হয়ে সীমিত ওভারের ক্রিকেট অবশ্য চালিয়ে যাবেন তিনি। ইন্সটাগ্রামে এক বিবৃতিতে ক্লাসেন জানিয়েছেন, ‘সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না, সেটা ভেবে কয়েকটি নির্ঘুম রাত কাটানোর পর আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা কঠিন সিদ্ধান্ত, কারণ ক্রিকেটে বেশ বড় ব্যবধানে এটি আমার সবচেয়ে প্রিয় সংস্করণ।’ ক্লাসেন আরও বলেন, ‘মাঠে এবং মাঠের বাইরে যে লড়াইয়ের মুখোমুখি হয়েছি, সেগুলোই আমাকে আজকের ক্রিকেটার বানিয়েছে। দারুণ একটি ভ্রমণ ছিল এবং আমি দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। যেগুলো পেয়েছি, এর মধ্যে আমার ব্যাগি টেস্ট ক্যাপটিই সবচেয়ে মূল্যবান।’ ২০১৯ সালে টেস্ট অভিষেকের পর থেকে কখনোই টেস্টে নিয়মিত হতে পারেননি ক্লাসেন। গত ৫ বছরে তিনি খেলেছেন মাত্র ৪টি টেস্ট। এই চার ম্যাচে করেছেন ১০৪ রান, নেই কোনও হাফ সেঞ্চুরিও। প্রোটিয়াদের হয়ে সাদা পোশাকে তিনি সবশেষ মাঠে নেমেছিলেন গত বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।

এ সম্পর্কিত আরও পড়ুন টেস্ট | ক্রিকেট | অবসরের | সিদ্ধান্ত | ক্লাসেনের