আইন-বিচার

শিশু আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের মামলায়  প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।

মামলার বাকি তিন আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগমকে খালাস দিয়েছেন আদালত।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে চার আসামিকে কারাগার থেকে মাগুরার বিচারিক আদালতে নেওয়া হয়। অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো।

 প্রসঙ্গত, গেল ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, ফরিদপুর মেডিকেল হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।

ঘটনার তিন দিন পর, ৮ মার্চ আছিয়ার মা আয়েশা আক্তার চারজনকে অভিযুক্ত করে মামলা করেন। এরপর মূল অভিযুক্ত হিটু শেখ ১৫ মার্চ আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জানান, সে একাই এই অপরাধে জড়িত।

তদন্ত শেষে, ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এরপর ২৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মাগুরা #শিশু আছিয়া #হত্যা মামলা