রাজধানী ঢাকায় গেল ২৪ ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবারও বৃষ্টির দেখা মিলতে পারে, সেই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
শনিবার (১৭ মে) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে।
সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৭৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি।
অন্যদিকে দেশের কয়েকটি অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের এক-দু’টি এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে মনে করা হচ্ছে।
তবে এরই মধ্যে ঢাকা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজবাড়ী, সিরাজগঞ্জ, চাঁদপুর, বান্দরবান, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও ঝিনাইদহে মৃদু তাপপ্রবাহ চলছে, যা কিছুটা সময় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এমএ//