দেশজুড়ে

মেয়েকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ, ছুরিকাঘাতে বাবা-মা আহত

বায়ান্ন প্রতিবেদন

বগুড়ার ধুনট উপজেলায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক মেয়েকে উত্ত্যক্ত করার  প্রতিবাদে তার বাবা-মাকে ছুরিকাঘাত ও মারপিটের শিকার হতে হয়েছে।  শুক্রবার (১৬ মে) বিকালে উপজেলার সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই মেয়ে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি উল্লাপাড়া গ্রামের বাসিন্দা কৃষক জাহাঙ্গীর আলমের মেয়ে।

ধুনট থানার এসআই শামীম হোসেন গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, ধুনট উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে নাফিজ ফয়সাল আকাশ ওই একই গ্রামের কৃষক জাহাঙ্গীরের মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।  এই বিষয়ে দুই পরিবারের মধ্যে অনেকবার আলোচনাও বসেছিল। 

শুক্রবার বিকালে আকাশ তার সহযোগীদের নিয়ে জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেন।  মা আর্জিনা খাতুন প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে আকাশ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করেন।  এতে তিনি রক্তাক্ত হন।তার চিৎকারে জাহাঙ্গীর ছুটে এলে তাকেও আকাশ পিটিয়ে আহত করেন।

স্থানীয়রা জানান, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়।  সেখানে আর্জিনার শরীরের অবনতি ঘটলে তাকে  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠিয়ে দেয়া হয়।  এ ঘটনার পর আকাশ পলাতক রয়েছে। 

আকাশের বাবা আবুল মুনছুর বলেন, তার ছেলের সাথে ওই মেয়ের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, এর আগে তার ছেলেকে তারা বাড়িতে ডেকে মারপিট ও মোটরসাইকেল ভাঙচুর করেছে।  এর কারণে আকাশ ক্ষিপ্ত হয়ে তাদের উপর চড়াও হয়েছেন।

এসআই শামীম আরও বলেন, ঘটনাস্থলে একটি চাকু পাওয়া গেছে। আকাশের বিরুদ্ধে ওই দম্পতিকে মারপিট ও ছুরিকাঘাতের অভিযোগ করা হয়েছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #বগুড়া #ছুরিকাঘাত ও মারপিট #বিশ্ববিদ্যালয় পড়ুয়া