রাজনীতি

শিশু আছিয়া হত্যা মামলা

হিটু শেখের মৃত্যুদণ্ড নিয়ে জামায়াতের আমিরের পোস্ট

আলোচিত মাগুরার শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার চার আসামির মধ্যে শুধু হিটু শেখের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। এই রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের জনগণ। 

শনিবার (১৭ মে) রায় ঘোষণার পর দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘মাগুরার নির্যাতিত ও নিহত ছোট্ট মেয়ে আছিয়ার হত্যাকাণ্ডের বিচার দু' মাসের মধ্যে সম্পন্ন হলো এবং রায়ও ঘোষণা হল। কিন্তু রায় প্রকাশের পর আছিয়ার পরিবার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে।

বিষয়টি ভেবে দেখার মত। ন্যায়বিচার নিশ্চিত হোক। 

খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ। দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত হলে, লম্পটদের জন্যে এটি হবে এক দৃষ্টান্তমূলক উদাহরণ।

আমরা আছিয়া হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি বরগুনার শিশু মেয়েটির যার ইজ্জত লুণ্ঠন করা হয়েছিলো, তার পিতা মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিচারও অতি দ্রুত দেখতে চাই।‘

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়েত #শফিকুর রাহমান #আছিয়া #মাগুরা