বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা। যিনি কৈশোর থেকে নানা রকমের মন্তব্যের শিকার হয়েছেন। বিশেষ করে তার শারীরিক গঠন নিয়ে তাকে অনেক কিছু শুনতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা এ নিয়ে নিজের অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, আমি যখন ১৮-১৯ বছর বয়সে ছিলাম, তখন আমি খুব রোগা ছিলাম। অনেকেই আমার শরীর নিয়ে হাসাহাসি করতো।
কেউ বলত, 'তোমার পা দুটো মুরগির ঠ্যাংয়ের মতো', কেউ আবার বলত, 'তোমার চেহারা তো দেয়াশলাইয়ের কাঠির মতো', আবার কেউ বলত, 'তোমার তো স্তন বা নিতম্ব কিছুই নেই।'
তাকে এইসব কথাও নাকি শুনতে হয়েছে সেসময়। তবে বয়স বাড়ার সাথে সাথে আমি স্বাভাবিকভাবেই বড় হয়েছি, আমার শরীরেও পরিবর্তন এসেছে। কিন্তু তারপরও তাকে নানা কথা শুনতে হয়েছে। সে নাকি অস্ত্রোপচার করে স্তন এবং নিতম্ব বড় করেছেন। কিন্তু সে জানে তার এই পরিবর্তন স্বাভাবিকভাবেই এসেছে।
তিনি আরও বলেন, এমন কটাক্ষ বোধই নারীদের সম্পর্কে বেশি হয়। পুরুষদের ক্ষেত্রে কখনোই এমন মন্তব্য শোনা যায় না। এমনকি তাদের ক্ষেত্রে এমনটা চোখেও পড়ে না।
অভিনয় জগতের প্রথমদিকে অনন্যাকে তারকাসন্তান হওয়ার কারণে সকলে চিনতেন এবং তখন তিনি এ কারনেই বেশ সমালোচিত হয়েছেন। তবে তার পরবর্তী সময়ে অভিনীত 'খো গয়ে হম কঁহা', 'কল মি বে' এবং 'কন্ট্রোল' সিরিজগুলোতে অভিনয়ের পর তার অনেক প্রশংসা হয়েছে।
একে একে অনেকে সিনেমা দর্শকমহলে তিনি উপহার দিয়ে নিজেকে প্রমাণ করেছেন এবং নিজের জায়গা শক্তপোক্ত করেছেন।
এসকে//