বলিউডের তারকা অনন্যা পাণ্ডে বর্তমানে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার অসাধারণ অভিনয় দক্ষতা এবং বলিউডে নিজের জায়গা তৈরি করার গল্প অনেকের মন ছুঁয়ে যায়। অনন্যার জীবনের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের এক নিবিড় সংযোগ।
অনন্যার বাবা, জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পাণ্ডে একসময় বাংলাদেশের সিনেমা জগতে বেশ জনপ্রিয় ছিলেন। আশির দশকের শেষে যখন চাঙ্কির বলিউড ক্যারিয়ার ধীরে ধীরে ম্লান হতে থাকে, তখন তিনি পাড়ি জমান বাংলাদেশে। সেখানে তিনি টানা পাঁচ বছর চলচ্চিত্রে অভিনয় করেন এবং বাংলাদেশি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।
চাঙ্কি জানান, ১৯৯৮ সালে যখন তিনি ভাবনা পাণ্ডেকে বিয়ে করেন, তখন তিনি বাংলাদেশেই ছিলেন। এমনকি, তাদের মধুচন্দ্রিমাও হয়েছিল বাংলাদেশে। তখন একটি অসমাপ্ত সিনেমার শুটিং শেষ করতে ভাবনাকে সঙ্গে নিয়েছিলেন তিনি। এই সময়েই ভাবনার গর্ভে আসে অনন্যা, যদিও এই খবর তারা মুম্বাই ফিরে জানতে পারেন।
বাংলাদেশে জনপ্রিয়তা পেলেও চাঙ্কির ক্যারিয়ার সেখানেও ধীরে ধীরে ম্লান হতে থাকে। স্ত্রীর পরামর্শে তিনি আবার মুম্বাই ফিরে আসেন এবং নতুন ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নেন। শুধু নায়কের চরিত্র নয়, তিনি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে শুরু করেন। প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতেন।
চাঙ্কির এই সংগ্রামী মনোভাব এবং অভিনয়ের প্রতি নিবেদন ছোটবেলা থেকেই অনন্যাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি বাবার জীবনের উত্থান-পতন দেখেই শিখেছেন মাটিতে পা রেখে এগিয়ে চলতে।
বর্তমানে অনন্যা পাণ্ডে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত তার তিনটি সিনেমাই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অভিনয়ের প্রতি তার ভালোবাসা এবং বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা তাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।
জেডএস/