পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে পতাকা বৈঠকসহ সকল প্রক্রিয়া শেষে বিএসএফ, বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ।
বিজিবি জানায়, আজ রাতে কয়েকজন বাংলাদেশিসহ ভারতে গরু আনতে যায় নিহত আনোয়ার। ভোরে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাদের ধাওয়া দেয় বিসিএফ।
এ ঘটনায় বিএসএফ দাবি করছে, ওই বাংলাদেশিরা তাদের ওপর বটি ও বাঁশের লাঠি দিয়ে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। এসময় ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। এসময়ে চোরাচালানের দুইটি গরুও জব্দ করে বিএসএফ সদস্যরা।
এদিকে গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করতে ৮ রাউন্ড ফাঁকা গুলি করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। এসময়ে বিজিবিও একটি গরু আটক করে।
আই/এ