দেশজুড়ে

পানিতে ডুবে শিশুর মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

চুয়াডাঙ্গা জীবননগরে পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার(১৭) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুবলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রহমান রতন। নিহত শিশু ওই গ্রামের দিনমজুর মো. মিন্টুর ছেলে। জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে ওই শিশু একা খেলা করছিল। খেলার একপর্যায়ে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়।  বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ওই শিশুকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি মো. মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #চুয়াডাঙ্গা #এক শিশুর মৃত্যু #দেড় বছর