খেলাধুলা

লাহোরের ডেরায় সাকিব, কবে খেলবেন ম্যাচ

স্পোর্টস ডেস্ক

ছবি: লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। এরমধ্যে যোগ দিয়েছেন লাহোর কালান্দার্সের স্কোয়াডে। আগামীকাল, রোববার (১৮ মে) লাহোরের জার্সিতে দেখা যেতে পারে সাকিবকে।

শনিবার (১৭ মে) স্থগিত হওয়া পিএসএল আবারও মাঠে গড়াচ্ছে। আর সাকিবকে দেখা গেছে লাহোরের পেজে। সেখানে দেখা যায় পাকিস্তানে পৌঁছে গেছেন এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের ফলে এক সপ্তাহ স্থগিত ছিল পিএসএল। অনেক বিদেশি ক্রিকেটাররা নিজেদের দেশে ফিরে গেছেন। অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন আর পাকিস্তানে না ফেরার। ফলে দলগুলোতে বিদেশি ক্রিকেটারের কিছু সংকট তৈরি হয়েছে। এই সংকট কাটাতে সাকিবকে প্রস্তাব দেয় লাহোর ফ্র্যাঞ্চাইজি।

লাহোরের হয়ে এরমধ্যে ৫ টি ম্যাচ খেলেছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। তিনি আরব আমিরাত সিরিজ খেলতে এখন শারজাতে অবস্থান করছেন।

পিএসএলের দশম আসর যখন শুরু হয়, তখন দল পাননি সাকিব। এখন তাকে দলে নেওয়া হচ্ছে নিউজিল্যান্ড অলরাউন্ডার ড্যারিল মিচেলের জায়গায়। মিচেল ফিরে গেছেন তার নিজ দেশ নিউজিল্যান্ডে।

আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯ টায় পেশোয়ার জালমির মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। লিগ-পর্বে এটিই লাহোরের শেষ ম্যাচ।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সাকিব আল হাসান #পিএসএল #লাহোর কালান্দার্স