ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা তৃতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছে তার সমর্থকরা। ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোয় অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৭ মে) ঢাকা দক্ষিণ করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে এ ঘোষণা দেন তারা।
এদিন পূর্বঘোষিত ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি অনুযায়ী তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাত্রা করেন। মিছিলটি গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব ও হাইকোর্ট হয়ে এগোতে থাকলেও, সচিবালয়ের কাছাকাছি গিয়ে পুলিশের ব্যারিকেডে আটকে যায়।
ব্যারিকেডে আটকে যাওয়ার পর মিছিলকারীরা আবার নগর ভবনে ফিরে গিয়ে সেখানে অবস্থান চালিয়ে যান।
পরে সেখানেই উপদেষ্টা আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা করেন ইশরাকের অনুসারীরা। পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিও করেন তারা।
প্রসঙ্গত, গেল ২৭ মার্চ বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
এমএ//