খেলাধুলা

টেস্টে অনিয়মিত চেজ ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে রস্টন চেজ এর নাম ঘোষণা করা হয়েছে। চেজ সবশেষ টেস্ট খেলেছেন দুই বছরের বেশি সময় আগে, ২০২৩ সালের মার্চে। এরপর থেকে উইন্ডিজরা আরও ১৩ টি টেস্ট খেলেছে। যার একটিও খেলেননি এই স্পিন অলরাউন্ডার।  

ওডিআই ও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নেতৃত্বের জায়গায় ছিলেন চেজ। কিন্তু টেস্টে তিনি নিয়মিত মুখ নন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ চেজকে বাছাই করেছে যেসব কারণে, তা একটি বিবৃতিতে উল্লেখ করেছে তারা।

বিবৃতিতে বলা হয়েছে, বিশদ পর্যালোচনা প্রক্রিয়া, যার মধ্যে নেতৃত্বগুণ, আচরণ এবং এই ভূমিকায় কতটা মানিয়ে নিতে পারবেন, সেসব বিশ্লেষণ করতে সাইকোমেট্রিক পরীক্ষা করা হয়েছে। এবং এসবের পরেই তাকে বাছাই করা হয়েছে।‘

চলতি বছর মার্চে ক্রেগ ব্রাথওয়েট অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন। তার স্থলাভিষিক্ত হলেন চেজ।

অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার জন্য সাক্ষাৎকারে ডাকা হয়েছিল চেজসহ ৬ ক্রিকেটারকে। যার বাকি ৫ জন ছিলেন; জন ক্যাম্পবেল, টেভিন ইমলাচ, জশুয়া ডা সিলভা,জাস্টিন গ্রেভস ও জোমেল ওয়ারিক্যান।

আগামী ২৫ জুন থেকে ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজ দিয়ে চেজের অধিনায়কত্বের শুরু হবে। এই সিরিজ থেকে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়ারিক্যান।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ওয়েস্ট ইন্ডিজ #রস্টন চেজ #অধিনায়ক