খেলাধুলা

জটিলতা কাটিয়ে দলের সঙ্গে রিশাদ-নাহিদ, খেলতে পারবেন আজ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

নাহিদ রানা ও রিশাদ হোসেন একসঙ্গে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গেছেন, এরপর একসঙ্গে যোগ দিলেন জাতীয় দলে। মাঝের সময়গুলোতে নানা জটিলতার মধ্যেই পড়তে হয়েছে তাদের। যুদ্ধ পরিস্থিতি পার করে ভালোভাবেই দেশে ফেরেন তারা। এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে কিছুটা সমস্যায় পড়ে যান। মূলত দুবাই বিমানবন্দরে আটকে যান তারা।

জাতীয় দলের খেলোয়াড়রা ঠিকঠাকভাবে আরব আমিরাতে পৌঁছে গেলেও রিশাদ ও নাহিদ তা পারেননি। টানা দুইদিন তাদের কাটাতে হয়েছে দুবাই বিমানবন্দর এলাকায়। জানা যায়, ভিসা জটিলতা তৈরি হওয়ার কারণে তাদেরকে আটকে পড়তে হয়েছে।

অবশেষে শুক্রবার (১৬ মে) মধ্যরাতের দিকে বিমানবন্দর থেকে তাদের অনুমতি মেলে। পরে তারা দলের সঙ্গে যোগ দেন। বিসিবি থেকে জানানো হয়েছে, আজ, শনিবার (১৭ মে) আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে তারা খেলতে পারবেন।

বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমে জানিয়েছেন, আমরা আসলে নিশ্চিত করে বলতে পারছি না, কেন তাদের আটকে রাখা হয়েছিল। আমরা ধারণা করছি, পাকিস্তান থেকে ওরা ফিরেছিল। ওদের কেবল ট্রানজিট ভিসা ছিল। এন্ট্রি-এক্সিট জটিলতা হয়ত তৈরি হয়েছিল। এতটুকুই বলতে পারি। গতকাল রাতেই তারা দলের সঙ্গে যোগ দিয়েছেন। আজ খেলার জন্য অ্যাভেইলেভেল আছেন।

আজ বাংলাদেশ সময় রাত ৯ টায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #নাহিদ রানা #রিশাদ হোসেন