দেশজুড়ে

পানি পান করে শতাধিক গার্মেন্টস শ্রমিক অসুস্থ

বায়ান্ন প্রতিবেদন

গাজীপুরের নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানায় সরবরাহ করা পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১৭ মে) সকালে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের বেশিরভাগকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।    

শ্রমিকদের অভিযোগ, শনিবার সকালে কারখানায় প্রবেশ করার পর অনেকেই সরবরাহ করা ট্যাপের পানি পান করেন।  কিছু সময় পর একে একে তারা অসুস্থ হয়ে পড়েন।  অনেকের পেটের ব্যথা, বমি বমিভাব এবং মাথা ঘোরা শুরু হয়। 

সিরাজুল হক জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মোর্শেদ জানিয়েছেন, অধিকাংশ শ্রমিক চিকিৎসা পাওয়ার পর কিছুটা সুস্থ হয়েছেন এবং এখন তাদের শারীরিক অবস্থা নিরাপদ।  তবে কয়েকজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

নাওজোড়ের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল হামিদ জানিয়েছেন, এখন পর্যন্ত ৬০-৭০ জন শ্রমিককে চিকিৎসা দেয়া হয়েছে।  অন্যান্যদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ, সিরাজুল হক জেনারেল হাসপাতাল এবং নাওজোড়ের সিটি মেডিকেল কলেজসহ অন্যান্য হাসপাতালে অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেয়া হচ্ছে।  আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই পেটে ব্যথা, বমিভাবসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। 

এ ঘটনায় কারখানার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।  শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে পানি সরবরাহের মান এবং কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ