আন্তর্জাতিক

হজযাত্রীদের জন্য বহুভাষিক স্বাস্থ্য সচেতনতা কিট চালু

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

চলতি বছর হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় হজের আগে  বহুভাষিক স্বাস্থ্য সচেতনতা কিট চালু করেছে দেশটি। শনিবার (১৭ মে) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্র্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হজের সময় জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্যে একটি ব্যাপক স্বাস্থ্য সচেতনতা কিট চালু করেছে।

স্বাস্থ্য খাত রূপান্তর কর্মসূচি এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম নামে সৌদি সরকারের এই উদ্যোগটি বিশ্বজুড়ে হজযাত্রীদের মধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার এবং সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।

এই কিটটি আরবি, ইংরেজি, ফরাসি, উর্দু, ফার্সি, ইন্দোনেশিয়ান, মালয় এবং তুর্কি ভাষায় প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশিকা প্রদান করবে।  এর মাধ্যমে হজে অংশগ্রহণকারী বৈচিত্র্যময় বিশ্ব সম্প্রদায়ের জন্য যোগাযোগ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে সৌদি সরকার।

এই কিটের মাধ্যমে তীব্র সূর্যের আলো থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ সচেতনতামূলক ভিডিও, সোশ্যাল মিডিয়া সামগ্রী এবং মুদ্রণযোগ্য শিক্ষামূলক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হজযাত্রী এবং হজ কর্মীদের একটি সুস্থ ও নিরাপদ হজ মৌসুম নিশ্চিত করতে কিটের রিসোর্সগুলো ডাউনলোড এবং ব্যবহার করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন #হজ #কিট