আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, নিহত আরও ৭৪

আন্তর্জারিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনী বর্বর হামলা অব্যহত রেখেছে। দখলদার বিমান হামলায় আরও অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

চিকিৎসা সূত্র জানিয়েছে, মধ্যরাত থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে দক্ষিণ গাজার তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ আল-মাওয়াসির  ৩৬ জন রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।  আর আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ২০ হাজার।

 

২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরাইলের  ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্য মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরাল যুদ্ধবিরতি ঘোষণা করে১৮ মার্চ থেকে আবারও গাজায় নতুন করে অভিযান শুরু হয়। দ্বিতীয় দফার এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ২,৯৮৫ জন এবং আহত হয়েছেন ৮,১৭৩ জনের বেশি।

হামাসের হাতে আটক থাকা ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মুক্ত করতে সামরিক অভিযান চালিয়ে যাবে বলে জানিয়ে এসেছে আইডিএফ।

এদিকে যুদ্ধ বন্ধে বারবার আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এমনকি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের  বিরুদ্ধে গণহত্যার অভিযোগও দায়ের হয়েছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ফিলিস্তিন #ইসরাইল