ভারতের সাম্প্রতিক মহাকাশ অভিযান পরিকল্পনা অনুযায়ী শুরু হলেও শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি। ইসরো ইওএস-০৯ নামের একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চেয়েছিল ভারত। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে অভিযানটি মাঝপথেই থামিয়ে দিতে হয়।
রোববার (১৮ মে) ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-সি৬১ রকেটটির মাধ্যমে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের শুরুর ধাপ ঠিকঠাকভাবে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে গিয়ে রকেটের মোটরে সমস্যার সৃষ্টি হয়। এতে অভিযান এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
ইসরোর পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের ১০১তম মহাকাশ অভিযান। মিশনটির প্রথম ও দ্বিতীয় ধাপ ছিল স্বাভাবিক। কিন্তু তৃতীয় ধাপে গুরুত্বপূর্ণ এক পর্যবেক্ষণ ধরা পড়ায়, সেটি আর চালিয়ে যাওয়া যায়নি।
উল্লেখ্য, ইওএস-০৯ স্যাটেলাইটটির ওজন ছিল প্রায় ১,৭০০ কেজি এবং এটি ৫২৪ কিলোমিটার উচ্চতায় সূর্য-সমলয় কক্ষপথে স্থাপন করার পরিকল্পনা ছিল। কিন্তু উৎক্ষেপণের ২০৩ সেকেন্ড পরই মোটরের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
ইসরোর দীর্ঘ অভিজ্ঞতার মধ্যেও এই ধরনের ব্যর্থতা নতুন নয়। ২০১৭ সাল থেকে পিএসএলভি রকেট ব্যবহার করে ৬৩টি মিশন পরিচালিত হয়েছে, যার মধ্যে তিনটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার পেছনের কারণ বিশ্লেষণে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সূত্র: এএনআই
এমএ//