জাতীয়

সৌদি পৌঁছেছেন প্রায় ৫০ হাজার বাংলাদেশি হজযাত্রী, সাতজনের মৃত্যু

বায়ান্ন প্রতিবেদক

ছবি: সংগৃহীত

চলতি বছর হজ করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত প্রায় ৫৯ হাজার হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে গেলো শনিবার  নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

রোববার (১৮ মে) হজ পোর্টালে পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিন থেকে জানা গেছে,শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীর সংখ্যা ৪৯ হাজার ১০৩। গেলো শনিবার মো. জয়নাল হোসেন (৬০) নামে এক হজযাত্রী মদিনায় মারা গেছেন। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া মৃত জয়নালের বাড়ি গাজীপুর সদরে।

বুলেটিনে আরও বলা হয়, তিনটি এয়ারলাইন্সের মোট ১২৪টি ফ্লাইটে এ পর্যন্ত ৪৯ হাজার ১০৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।এয়ারলাইন্সগুলো হলো-বাংলাদেশের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স ।

এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

প্রসঙ্গত, গেলো ২৯ এপ্রিল বাংলাদেশি হজযাত্রীদের হজফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট ৩১ মে। এরপর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন #হজ