বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির তার দেশে থাকা নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বলেন, বাংলাদেশ ছেড়ে বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছেন।
বিগত কিছু বছর ধরে ইউটিউবের মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয়তা অর্জন করা সালমান মুক্তাদির এই পরিকল্পনার কথা প্রথমবারের মতো সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। সম্প্রতি একটি ইভেন্টে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই তারকা। সেখানে তিনি তার লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
এ প্রসঙ্গে সালমান বলেন, আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙ্ক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ।
তিনি আরও বলেন,দেশের জন্য তিনি অনেক কিছু করতে চান। তবে তিনি মনে করেন, যখন তিনি বাংলাদেশে থাকবেন না, তখন দেশের বিষয়ে মন্তব্য করার অধিকারও তার থাকবে না।
দেশ ছাড়ার বিষয়ে সালমান বলেন, এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সব ভালো। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাব। আমি অবশ্যই যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনও কিছু করার সুযোগ থাকে সেটাও করবো।
এসকে//