ভারতের উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের আমদানি করবে না ভারত। শনিবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ।
প্রতিবেদনে বলা হয়, নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এবং চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে আর বাংলাদেশি পণ্য ঢুকতে পারবে না। ভারতে যত পণ্য রপ্তানি করে বাংলাদেশ, তার ৯৩ শতাংশই এসব বন্দর দিয়ে পাঠানো হতো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুধু পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর ও মহারাষ্ট্রের নাভা শেভা বন্দর দিয়ে পণ্য যেতে পারবে।
ভারতের অভিযোগ, বাংলাদেশ দীর্ঘদিন ধরে একতরফাভাবে ভারতের বাজারে প্রবেশাধিকার পেলেও ভারতীয় পণ্যের ক্ষেত্রে একই ধরনের সুবিধা দেয়নি। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের তৈরি পোশাক, প্লাস্টিক, মেলামাইন, আসবাবপত্র, জুস, কোমল পানীয়, বেকারি ও প্রসেসড ফুডসহ একাধিক রপ্তানি পণ্য ভারতে পাঠাতে বাধার মুখে পড়বে।
তবে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হবে তৈরি পোশাক খাতে। বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ৭৪০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে।
এমএ//