ধরুন,আজ শুক্রবার। আর সেদিনই আপনার নিজেকে সময় দিবার পালা। কিন্তু আপনি যেই না মোবাইলটা নিয়ে একটু বসলেন ওমনি কারেন্ট চলে গেল। সাথে আবার ফোনে মাত্র ১০% চার্জ। মুহূর্তেই আপনার মাথায় বাজ পড়ে গেলো। তখন আপনি ভাবলেন ইস আরেকটু আগে যদি মোবাইলে চার্জ দিয়ে রাখতাম।
হয়তো এখন আপনি ভাবছেন আপনার সাথেও এমনটা হয়। হ্যাঁ,ঠিকই তাই বেশিরভাগ মানুষের সাথেই কমবেশি এমনটা হয়। বেশিরভাগ সময় বর্ষাকাল বা গ্রীষ্মকালের রাতে ঘন ঘন লোডশেডিং হয়,আর তখন মোবাইলের চার্জ হয়ে ওঠে একান্তই প্রয়োজনীয় বিষয়।
তবে খুব একটা ভাবনার কিছু নেই। যদি একটু বুদ্ধি খাটিয়ে কিছু পরিকল্পনা করে চলেন তাহলে লোডশেডিং এর সময়েও মোবাইলটা চালু রাখতে পারবেন।
চার্জ বাঁচানোর উপায়
লোডশেডিংয়ের সময় আপনার মোবাইলের চার্জ বজায় রাখা চ্যালেঞ্জ হতে পারে, তবে কিছু সহজ টিপস অনুসরণ করে আপনি আপনার মোবাইলের ব্যাটারি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে পারেন।
স্ক্রিন বন্ধ রাখুন
যতটা সম্ভব আপনার মোবাইলের স্ক্রিন বন্ধ রাখুন। স্ক্রিনে আলোর উপস্থিতি ব্যাটারি দ্রুত খরচ করে। এমনকি অল্প সময়ের জন্য স্ক্রিনটি বন্ধ রাখলেও চার্জ অনেক বেশি সময় ধরে স্থায়ী হবে।
ওটিজি ক্যাবল দিয়ে চার্জ ট্রান্সফার
আপনার মোবাইল যদি ওটিজি (OTG) সাপোর্ট করে, তাহলে আপনি অন্য ফোন থেকে চার্জ নিয়ে আপনার মোবাইলে ট্রান্সফার করতে পারেন। এই টিপসটি বিশেষভাবে জরুরি পরিস্থিতিতে অনেক উপকারী হতে পারে।
এয়ারপ্লেন মোড চালু করুন
লোডশেডিং চলাকালে প্রথম কাজ হলো মোবাইলটিকে এয়ারপ্লেন মোডে রাখা। এতে আপনার মোবাইলের নেটওয়ার্ক সার্চ প্রক্রিয়া কম হবে এবং ব্যাটারি দ্রুত শেষ হবে না। আপনি যদি প্রয়োজনীয় কোনও কল বা মেসেজ না পান, তাহলে স্ক্রিন বন্ধ রেখে মোবাইলটিকে এয়ারপ্লেন মোডে রাখতে পারেন।
পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করুন
একটি ভাল মানের পাওয়ার ব্যাঙ্ক (১০,০০০ বা ২০,০০০ এমএএইচ) রাখুন। এটি আপনার লোডশেডিংয়ের সময় মোবাইলকে একাধিক বার চার্জ করার সুযোগ দেবে। মনে রাখবেন, প্রতি রাতে পাওয়ার ব্যাঙ্ক পূর্ণ চার্জ করে রাখলে এটি সঠিক সময়ে কাজে আসবে।
ব্যাটারি সেভার চালু করুন
বর্তমানে প্রায় সব স্মার্টফোনে ব্যাটারি সেভার মোড থাকে। এই মোডটি চালু রাখলে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যায়, স্ক্রিনের ব্রাইটনেস কমে এবং মোবাইলের চার্জ দীর্ঘ সময় স্থায়ী হয়। আপনি যদি ব্যাটারি সেভার মোড চালু রাখেন, তাহলে তা বেশ কার্যকরী প্রমাণিত হবে।
অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন
ফেসবুক, ইউটিউব, গেম ইত্যাদি অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে মোবাইলের চার্জ দ্রুত খরচ হয়ে যায়। তাই লোডশেডিং হলে শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপ (যেমন, হোয়াটসঅ্যাপ, কল, এসএমএস) চালু রাখুন। স্ক্রিন টাইম কমালে চার্জ অনেক বেশি সময় ধরে থাকবে।
মোবাইল শুধু এখন আর যোগাযোগের মাধ্যম নয় এটি জরুরি সময়েও প্রয়োজন হয়ে উঠতে পারে। যেমন- আলো, খবর, ইন্টারনেট বা এসওএস ডিভাইস হিসেবে ব্যবহার করা যায়। সুতরাং, মোবাইলের চার্জ বাঁচিয়ে রাখা উচিত যাতে কোনও জরুরি মুহূর্তে আপনার মোবাইল ব্যবহার করা যায়।
এসকে//