ইউক্রেনে স্মরণকালের ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রোববার স্থানীয় সময় সকাল ৮ টায় ২৭৩টি ড্রোন দিয়ে কিয়েভ, ডনিপ্রোপেট্রোভস্ক ও ডোনেস্ক অঞ্চলে এই হামলা চালানো হয়। এতে নিহত হয়েছেন এক ইউক্রেনীয় নাগরিক। আহত হয়েছেন আরও তিনজন।
ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনীর তথ্যমতে, এই হামলাকে কয়েক বছর ধরে চলা আসা যুদ্ধের মধ্য ভয়াবহ হামলা হিসেবে ধরা হচ্ছে। এর আগে, যুদ্ধের তিন বছর পূর্তিতে গেলো ফেব্রুয়ারিতে ২৬৭টি ড্রোন দিয়ে হামলা করে রাশিয়া।
উল্লেখ্য, গেলো শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সরাসরি আলচনায় বসে রাশিয়া ও ইউক্রেন। তুরস্কের মধ্যস্থতায় হওয়া ওই বৈঠকে যুদ্ধ বন্ধে কোন উল্লেখযোগ্য অগ্রগতি আসেনি। তবে দেশ দুটি এক হাজার বন্দি বিনিময়ে রাজি হয়েছে।
এনএস/