বিমানবন্দর থেকে আটককৃত চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হচ্ছে। রোববার (১৮ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার সময় আটক হন তিনি।
ডিবির যুগ্ম কমিশনার (অ্যাডমিন) নাসিরুল ইসলাম রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে গণমাধ্যমকে জানান, নুসরাত ফারিয়াকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
নুসরাত ফারিয়ার নামে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও আরো ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে।
শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া।
তাকে সর্বশেষ দেখা গেছে ‘জ্বিন ৩’ সিনেমায়, যা গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন আব্দুন নূর সজল। সিনেমাটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।
এমএ//