ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর বর্বর বোমা হামলা চালিয়ে ১২৫ জনকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালায় ইসরাইল। গাজার চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি যুদ্ধবিমান বোমা হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ।
এদিকে কাতারের রাজধানী দোহায় নতুন করে গাজায় যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে। ইসরাইল ও হামাস-দুপক্ষই বিষয়টি নিশ্চিত করেছে।
কাতারের দোহায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই বিমান হামলা আরও জোরদার করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের ওপর আক্রমণ তীব্রতর করছে। ‘প্রচণ্ড চাপ’ প্রয়োগ করছে। জিম্মিদের মুক্তি এবং সশস্ত্র গোষ্ঠীটিকে পুরোপুরি ভেঙে না ফেলা পর্যন্ত তারা থামবে না।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন. অপারেশন গিডিয়নস চ্যারিয়ট নামে পরিচালিত সামরিক অভিযানে প্রচণ্ড শক্তি প্রয়োগ করা হচ্ছে।