পাকিস্তান-ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসের (ডিজিএমও) মধ্যে আজ রোববার আবারও ফোনালাপ হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর লক্ষ্যে এই আলোচনা হবে।
কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে কয়েকদিন ধরে হামলা পাল্টা হামলা চলে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি হয়।
এনএস/