আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় হামাসের ডি ফ্যাক্টো নেতা সিনওয়ার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের সামরিক বাহিনীর (আইডিএফ) প্রকাশ করা একটি ভিডিও’র স্ক্রিনশটে হামাস নেতা মুহাম্মদ সিনওয়ার।

ইসরাইলি হামলায় নিহত হামাসের ডি ফ্যাক্টো (কার্যত) নেতা মুহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার গাজার খান ইউনিস হাসপাতালের সুড়ঙ্গ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। গেলো মঙ্গলবার মুহাম্মদ সিনওয়ারকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলের সামরিক বাহিনী।

ইসরাইলি সংবাদমাদধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত মুহাম্মদ সিনওয়ার হামাসের সাবেক নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। গেলো অক্টোবরে ইসরাইলি হামলায় নিহত হন ইয়াহিয়া সিনওয়ার।

আলাদা একটি প্রতিবেদনে আরও বলা হচ্ছে, শনিবার রাতে ইসরাইলি হামলায় মুহাম্মদ সিনওয়ার ও ইয়াহিয়া সিনওয়ারের আরেক ভাই জাকারিয়া সিনওয়ারও নিহত হয়েছেন।

 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #হামাস #গাজা #সিনওয়ার