শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৮ মে) রাতে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এরইমধ্যে মামলাটির তদন্ত কর্মকর্তা নিয়োগে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে গুরুত্বসহকারে সাম্যের খুনিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে আজ সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর দপ্তরে ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করতে যান। সেখানে তারা সাম্য হত্যার তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবি জানান। এর প্রেক্ষিতে উপদেষ্টা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হবে বলে আশ্বাস দেন।
এদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে আজও ক্যাম্পাসে বিক্ষোভ করেন ঢাবি শিক্ষক ও ছাত্রদলের নেতাকর্মীরা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে পার্য দুই ঘণ্টা শাহবাগ অবরোধ করেন তারা।
সাম্য হত্যার ঘটনায় পুলিশ এরইমধ্যে তিন জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। তারা হলেন, তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)। গত মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য।
আই/এ