রাখাইনে মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী ২৩ ও ২৪ মে (শুক্র ও শনিবার) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
রোববার (১৮ মে) সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পরিবেশ তৈরির পরিবর্তে এমন সব রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিচ্ছে, যা জনগণের স্বার্থবিরোধী এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পরিপন্থি। রাখাইনে করিডর তৈরির পরিকল্পনা এবং নিজস্ব সক্ষমতা ও লাভজনকতা থাকা সত্ত্বেও নিউমুরিং কনটেইনার টার্মিনালকে বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়া একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এটি শুধু অর্থনৈতিক নয়, কৌশলগতভাবেও জাতীয় স্বার্থের পরিপন্থি।
সম্প্রতি প্রেস সচিবের মন্তব্য নিয়েও আপত্তি জানিয়ে বিবৃতিতে বলা হয়, প্রেস সচিবের দায়িত্ব নয় এমন বিষয়ে কথা বলা এবং বামপন্থিদের নিয়ে করা মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও হাস্যকর। করিডর ও বন্দরের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট অবস্থান জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হোক এবং এ ধরনের সিদ্ধান্ত থেকে সরকার বিরত থাকুক।
দেশের ভেতরে বা বাইরে কোনো অজুহাতে নির্বাচন বিলম্বিত করা বা বাংলাদেশকে কোনো সাম্রাজ্যবাদী ‘প্রক্সি যুদ্ধে’ জড়ানোর চেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, এই সব কার্যক্রমের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসব ইস্যুতে বাম গণতান্ত্রিক ও প্রগতিশীল দল, সংগঠন এবং সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে সারাদেশেই ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে।
আই/এ